এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কুতুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। রাতেই আহতদের সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সখীপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
জানা যায়, উপজেলার কালিয়া ইউনিয়নের কুতুবপুর গ্রামের মৃত রহিম উদ্দিনের দুই ছেলে জয়েন উদ্দিন ও রওশনের মধ্যে পৈত্রিক ৯২৫-৯২৬ দাগের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ওই জমির বিষয় নিয়ে মীমাংসায় বসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁেধ। সংঘর্ষে কুতুবপুর গ্রামের জয়েন উদ্দিন (৮৫), তাঁর ছেলে জুব্বার আলী (৫২), আবদুল জলিল (৫০), আবদুর রশিদ (৪৬) সাইফুল ইসলাম (৪৫), বায়েজিদ হোসেন (৪২), জুব্বার আলীর ছেলে সবুজ মিয়া (৩৫), একই গ্রামের আইন উদ্দিন (৭০), তাঁর ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও মৃত রহিম উদ্দিনের ছেলে বাদশাহ মিয়া (৫৫) আহত হন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি পক্ষ পৃথক দুটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।