মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে জাতীয় পার্টির কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুস সামাদ সিকদারের সভাপতিত্বে কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানা, সহ-সভাপতি আমজাদ হোসেন, পৌর সভাপতি আয়নাল সিকদার, সাধারণ সম্পাদক ডা. শাহাদত হোসেন, কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধা দানেছ আলী, শফিকুল ইসলাম শফি, আলমগরীর হোসেন প্রমুখ বক্তব্য দেন।

এ সময় কাজী আশরাফ সিদ্দিকী বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রাজনীতি করে, লুটপাটের রাজনীতি করেনা। জাতীয় পার্টি দেশ ও জনগণের উন্নয়ন চায়, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘাঁতে চায়। আর এজন্য বাংলাদেশের মানুষ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নয় বছরের সফল সাবেক প্রয়াত রাষ্ট্রনায়ক আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এরশাদকে পল্লীবন্ধু উপাধি দিয়েছিলেন।’- বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -