নিউজ টাঙ্গাইল ডেস্ক :সারাদেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরেও জাতীয় যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এ দিবস উপলক্ষে গুডনেইবারস বাংলাদেশ সখীপুর সিডিপি’র আয়োজনে র্যালি,আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিনব্যাপি এ কর্মসূচিতে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শামীম আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিডিপি’র শাখা ম্যানেজার বকুল চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে গজারিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নূরুজ্জামান তালুকদার, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, সিডিপি’র শিক্ষা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেন, সাংবাদিক মোজাম্মেল হক সজলসহ ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শতাধিক যুবক-যুবতী উপস্থিত ছিলেন।