এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ট্রাক চাপায় হারুন (৩৫) নামে এক সিএনজি চালক নিহত হয়। রবিবার (২৫জুন) সকাল সাড়ে ৫ টার দিকে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে এ দুর্ঘটনা ঘটে
নিহত হারুন উপজেলার যাদবপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের ছোমেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাগরদিঘীগামী দ্রুত গতির একটি ট্রাক মোখতার ফোয়ারা চত্বরে দাড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে চালক হারুন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় জনতা ড্রাইভারসহ ঘাতক ট্রাকটি আটক করে থানা সোপর্দ করে। সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।