এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে ড্রামের ভেতর থেকে (৪০) বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কচুয়া উত্তর পাড়া ঢাকা-সাগরদিঘী সড়কের পাশে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কচুয়া পুকুর পাড় এলাকার ঢাকা-সাগরদিঘী সড়কের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দিলে ওই ড্রাম কেটে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে। এ সময় ওই ব্যক্তির পড়নে কালো রংয়ের ট্রি-র্শাট ও হলুদ রংয়ের প্যান্ট ছিল।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিঘ) মাকছুদুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এখনও লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।