নিজেস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বাগবেড় গ্রামের হাকিম রাজের বাড়ী থেকে আরিফ দেওয়ানের বাড়ী পর্যন্ত কান্তারপল্লি নাম করণ হয়েছে। কান্তারপল্লি নামেই রাখা হয়েছে ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম। পত্রিকাটিতে সারা বাংলাদেশের লেখকদের গল্প, প্রবন্ধ, কবিতা দিয়ে সাজানো হয়েছে এবং মূল্য ধরা হয়েছে ৬৫টাকা। পত্রিকাটি প্রকাশ করেছে জলতরঙ্গ প্রকাশনী, চরকালিগঞ্জ, বরইতলা, কেরাণীগঞ্জ, ঢাকা-১৩১০ এবং প্রচ্ছদ এঁকেছেন ময়মনসিংহের প্রচ্ছদ শিল্পী ওয়ালীউল্লাহ। পরিচালনা পর্ষদে আছেন সম্পাদক, সাইফুল ইসলাম বারী নির্বাহী সম্পাদক, কামরুল হাসান অন্তর ব্যবস্থাপনা সম্পাদক, আরিফুল ইসলাম, মাহমুদ হাসান, সহকারি ব্যবস্থাপনা সম্পাদক, রাশদিুল ইসলাম রনি।
উপদেষ্টামন্ডলীতে ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ
ভাইস প্রেসিডেন্ট, ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, শাহ্আলম সাজু (কথা সাহিত্যিক ও ডেইলিস্টার বিনোদন সাংবাদিক), আসাদুজ্জামান আছাদ (বিশিষ্ট সমাজ সেবক) আবু নঈম মোহাম্মদ (বীর মুক্তিযোদ্ধা)।
পত্রিকাটির সম্পাদক, কবি ও গীতিকার সাইফুল ইসলাম বারী নিউজ টাঙ্গাইলকে জানান, পত্রিকাটি তিন মাস পরপর নিয়মিত প্রকাশিত হবে।