নিজেস্ব প্রতিবেদক:
টাংগাইল জেলার সখীপুর উপজেলার বাগবেড় গ্রামের কান্তারপল্লি যুব সমাজের উদ্যোগে বাগবেড় সরকারি প্রথমিক বিদ্যালয় প্রঙ্গণে ইফতার মহফিল আয়োজন করা হয়। ইফতার মাহফিলের সহযোগীতা করেন ত্রৈমাসিক কান্তারপল্লি সাহিত্য পত্রিকা পরিবার। বাগবেড় গ্রাম ও কান্তারপল্লির এক মাত্র হাফেজ সামির আহমেদের কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। কান্তারপল্লি সাহিত্য পত্রিকার নির্বাহী সম্পাদক কামরুল হাসান অন্তর ‘কান্তারপল্লি ক্রিকেট টুর্নামেন্ট ২য় আসর ফাইনাল খেলার বিষয় নিয়ে আলোচনা করেন। এবং ত্রৈমাসিক কান্তারপল্লি সাহিত্য পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম বারী সকলকে লেখালেখি বিষয়ে উৎসাহ দান করেন। আলোচনা শেষে সকলের হাতে ত্রৈমাসিক কান্তারপল্লি সাহিত্য পত্রিকা তুলে দেওয়া হয়। উক্ত ইফতার মহফিলে উপস্থিত ছিলেন, হাকিম রাজ, নাজমুল হুসাইন শেয়ার হোল্ডার এনএস পোল্ট্রি ফার্ম, আনোয়ার হুসাইন মালিক বাগবেড় ব্রলয়ায় হাউজ, মফিদুল, সজিব, রেজাউল, নাজমুল, নোমান, মারুফ প্রমুখ। অনুষ্ঠানের শেষ বেলায় বাজার বণিক সমিতির সভাপতি সেকান্দর হোসেন পরিদর্শন করে যান।