- এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দেওবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া বাবুল খান ওরফে বাবু (২৯) মানিকগঞ্জের শিবালয় থানার ঘোনাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে এবং রাজিব শেখ (৩৫) ফরিদপুরের সালথা থানার নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে।
জানা গেছে, শুক্রবার গভীর রাতে ১০–১২ জনের সংঘবদ্ধ একটি দল দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী বাজারের কাছে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত সখীপুর থানার উপ-পরিদর্শক এসআই নজরুল ইসলাম অন্য পুলিশ সদস্যদের নিয়ে তাদেরকে ধাওয়া করে এবং ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় একটি প্রাইভেট কারসহ রামদা, চাপাতি ও তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাতেই সহকারী উপ-পরিদর্শক এসআই আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, গ্রেপ্তারকৃত দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।