মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই

সখীপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই

এম সাইফুল ইসলাম শাফলু: সখীপুরে দুই মোটরসাইকেল চোরকে গণধোলাই দিয়েছে জনতা। বুধবার দুপুরে সখীপুর পৌরসভার মোখতার ফোয়ারা চত্বর থেকে মোটরনাইকেল নিয়ে পালানোর সময় স্থানীয় জনতা তাদের গণধোলাই দেয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে উপজেলার পাথারপুর গ্রামের শামসুল হকের ছেলে রুহুল আমীন ফোয়ারা চত্বরের মান্নান প্লাজার নীচে তার মোটরসাইকেল রেখে দুতলায় ন্যাশনাল ট্রাভেলসে যান। এ সময় ওই দুই চোর মোটরসাইকেল নিয়ে পালানোর সময় রুহুল আমীন দেখে ডাক চিৎকার শুরু করলে স্থানীয় জনতা তাদের ধরে গণধোলাই দেয়। গুরুতর আহত হওয়ায় তাদের নাম পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে সখীপুর থানায় মামলা হয়েছে। মোটরসাইকেল মালিক রুহুল আমীন বলেন, মোটরসাইকেল চুরি করে পালানোর সময় আমি দেখে ডাক চিৎকার করলে লোকজনরা তাদের ধরে ফেলে।
সখীপুর থানার ওসি(তদন্ত) গোলাম হোসেন বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সজ্ঞাহীন থাকায় তাদের পরিচয় জানা যায়নি।

.

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -