এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে দু’তলা বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে দুই সন্তানেন জননী বোলন আক্তার (৩২)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শনিবার সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত বোলন আক্তার ওই ওয়ার্ডের প্রবাসী স্বপন মিয়ার স্ত্রী এবং উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আবদুল আজিজের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পৌরসভার ৬নম্বর ওয়ার্ডে স্বামীর বাসায় বোলন তার মাকে নিয়ে একই রুমে শুয়ে ছিলেন। শনিবার মাকে ঘুমে রেখে বোলন দু’তলার ছাদ থেকে লাফ দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল শেখহাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোলন গত দু’মাস ধরে মানুষিকরোগে ভুগছেন। শনিবার রাতে বোলনকে তাঁর স্বামীর গ্রামের বাড়ি লাঙ্গুলিয়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
নিহতের বাবা আবদুল আজিজ বলেন, বোলন দুই মাস ধরে মানুষিক রোগে ভুগছেন। তাকে চিকিৎসার জন্য শনিবার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল।
বোলনের স্বামী স্বপন মিয়ার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, বোলনের কণ্ঠনালীতে অপারেশন করার পর থেকে সে মানুষিক রোগে ভুগছে। দুমাস ধরে তার চিকিৎসাও করা হচ্ছে।