নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার হাতিবান্ধা ও যাদবপুর ইউনিয়নের চারশতাধিক দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় রতনপুর মাঠে সানমুন টাইগার ক্লাবের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিতরণে প্রত্যেকের মাঝে, সেমাই, চিনি, দুধ এবং সাবান বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সানমুন টাইগার ক্লাবের সভাপতি শাহিন মিয়ার সভাপতিত্বে টাংগাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রনি আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উদ্ভোধন করেন হাতিবান্ধা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহজাহান খান রবি। এ সময় অন্যদের মধ্যে রবিউল ইসলাম রবিসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি বক্তবে রনি আহম্মেদ বলেন, এই ঈদের আনন্দটা অসহায়দের মাঝেও রয়েছে। সমাজের দরিদ্র প্রতিবেশি ও পথ শিশুদের সহযোগিতা করার জন্য দেশবাসীকে আহব্বান জানান। পরে তিনি দেশরত্ন শেখ হাসিনা ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম জোয়াহের ( ভিপি জোয়াহের) এর জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।