মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দোকানে দুধর্ষ চুরি; নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট

সখীপুরে দোকানে দুধর্ষ চুরি; নগদ টাকাসহ ৫ লাখ টাকার মালামাল লুট

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গালের সখীপুরে ঘরের চালা কেটে দুই মুদির দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বুধবার রাতে উপজেলার ইন্দারজানি বাজারে এ দুধর্ষ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ডায়েরি করা হয়েছে।
জানা যায়, উপজেলার ইন্দারজানি বাজারে পাশাপাশি ওই দুই দোকানের মালিক ইউসুফ এবং আফসার প্রতিদিনের ন্যায় দোকানের বেচা-কেনা শেষে বুধবার রাত ৯টার দিকে দোকান তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই দুই দোকানদার তাদের দোকান ঘরের তালা খুলে ভিতরে ডুকতেই ঘরের চালা কাটা, ক্যাশবাক্স ভাঙ্গা ও মালামাল এলোমেলোভাবে পড়ে থাকতে দেখতে পান।
এ ব্যাপারে দোকান মালিক ইউসুফ ও আফসার আলী জানান, ঘরের চালা কেটে দুটি দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -