বুধবার, মার্চ ২২, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ‘দ্বিতীয় সূর্য' সংগঠন আয়োজিত একুশে বইমেলার উদ্বোধন

সখীপুরে ‘দ্বিতীয় সূর্য’ সংগঠন আয়োজিত একুশে বইমেলার উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্বিতীয় সূর্য’র আয়োজনে একুশ উৎসব ও একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) উপজেলার ডাকবাংলো চত্ত্বরে ৩ দিন ব্যাপী এই বইমেলা’র আয়োজন করা হয়।

দ্বিতীয় সূর্য’র সভাপতি মো. হ্নদয় খানের সভাপতিত্বে বইমেলায় উদ্বোধন ঘোষণা করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

এছাড়াও অধ্যাপক আলীম মাহমুদ, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আতিকুর রহমান আতোয়ার, সখীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ইকবাল গফুর, কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল হোসেন, অধ্যাপক নজরুল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

দ্বিতীয় সূর্যের সাধারণ সম্পাদক হাবিবুল বাসার বলেন, মেলায় ১১টি স্টল স্থান পেয়েছেন। মেলা চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -