নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সমাজ উন্নয়ন মূলক সংগঠন“ ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবে”র পক্ষ থেকে করোনা ভাইরাস সচেতনতায় দুই শতাধিক ব্যাক্তিকে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিতরণ করা হয়েছে। রবিবার দিনব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করেন বিআরডিবির ভাইস চেয়ারম্যান, সংগঠনের উপদেষ্টা, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম. সাইফুল ইসলাম শাফলু ।
এ সময় পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর, সংগঠনের উপদেষ্টা জাহিদ হোসেন , উপজেলা যুব মহিলা লীগের আইন বিষয়ক সম্পাদীকা রত্না আক্তার, শহর ছাত্রলীগের প্রচার সম্পাদক রিজভী সিকদার শান্ত, ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ তালুকদার, সদস্য মঞ্জুরুল ইসলাম মিলন, শাহেদ আহমেদ অনিক, জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।