নিজস্ব প্রতিনিধি: ‘‘গাছ লাগান পরিবেশ বাচাঁন, আসুন আমরা প্রত্যেকে গাছ লাগাই পরিবেশের ভারসাম্যতা রক্ষা করি’’ এ শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের সখীপুরে ধ্রুবতারা স্পোর্টিং ক্লাবের মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ক্লাবের উপদেষ্টা বিআরডিবি ভাইস চেয়ারম্যান নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, কাউন্সিলর জাহিদ হোসেন, সাংবাদিক ও বাংলাদেশ রেডিও টেলিভিশনের কণ্ঠশিল্পী জুলহাস গায়েন, শহর ছাত্রলীগের প্রচার সম্পাদক রেজভী সিকদার শান্ত, ক্লাবের সভাপতি মঞ্জুরুল ইসলাম মিলন, সম্পাদক রিয়াদ তালুকদার, সদস্য শাহেদ আহমেদ অনিক, জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।