এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ পিডিবি’র নলুয়া সাবস্টেশনে আগুন লেগে ৫ এমবিএ একটি ট্রান্সফরমারসহ ৫ কোটি টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। শনিবার বিকেল ২ টার দিকে ৩৩ হাজার ভোল্টের একটি সার্কিট ব্রেকার বিদ্যুতায়িত হয়ে এ আগুন লাগে।
খবর পেয়ে সখীপুর উপজেলা ফায়ার সার্ভিস ও নলুয়া বিমান বাহিনীর ফায়ার সার্ভিস এ দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে ওই সাবস্টেশনের আওতায় যাদবপুর, হাতীবান্ধা, দাড়িয়াপুর, গজারিয়া ও বহুরিয়া ইউনিয়নের প্রায় শতাধিক গ্রামের গ্রাহকরা বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
সখীপুর উপজেলা পিডিবি’র বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, আগুনে পাঁচ এমবিএ একটি ট্রান্সফরমারসহ প্রায় ৫ কোটি টাকার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে গেছে। অচিরেই সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।