নিজস্ব প্রতিনিধি: ‘‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে ’’ এ শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিংসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সখীপুর পৌর শহরের মুখতার ফোয়ারা চত্ত্বর র্যালি শেষে পৌর ক্যাম্পাসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ ছাড়াও একই সময় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং এ উপলক্ষে পৃথক পৃথক র্যালি ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,ওসি আমির হোসেন, অধ্যক্ষ সাঈদ আজাদ, ওসি (তদন্ত) এএইচএম লুৎফুল কবির, বাজার বণিক সমিতির সভাপতি খলিলুর রহমান, প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, এসআই বদিউজ্জামান, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু প্রমুখ উপস্থিত ছিলেন।