নিউজ টাঙ্গাইল ডেস্ক:
টাঙ্গাইলের সখীপুরে মানব সেবা মূলক প্রতিষ্ঠান‘নিউস্টার’ ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাকশালা বাজারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল-০৮ (বাসাইল-সখীপুর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, তাসিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক প্রধান অতিথি হিসেবে দ্বিতীয়বর্ষ উদযাপনের কেক কাটেন। এ সময় নিউস্টার ক্লাবের সভাপতি বায়েজিদ শিকদারের সভাপতিত্বে যাদবপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা খন্দকার বজলুর রহমান বাবুল,নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, নিউজ টাঙ্গাইল পত্রিকার সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ডা. শফিকুল ইসলাম, ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম তাহেরসহ ক্লাবের সকল সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে ক্লাব চত্ত্বরে আতশবাজী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।