শুক্রবার, সেপ্টেম্বর ২২, ২০২৩
Homeঅপরাধসখীপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

সখীপুরে নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

এম সাইফুল ইসলাম শাফলুঃ সখীপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশে পরিত্যক্ত জমি থেকে আরফান আলী (৬০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার হতেয়া উলিয়ারচালা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে ওই এলাকার মৃত কুরবান আলীর ছেলে।
জানা যায়, আরফান আলী রবিবার বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে আর বাড়ি ফিরে নাই। বিভিন্ন জায়গায় খোঁজাখোজির পর সোমবার দুপুরে পরিত্যক্ত জমিতে তার লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট অনুযায়ী
পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -