সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে গলায় ফাঁস লাগিয়ে স্কুল শিক্ষকের আত্মহত্যা

সখীপুরে গলায় ফাঁস লাগিয়ে স্কুল শিক্ষকের আত্মহত্যা

এম সাইফুল ইসলাম শাফলুঃ  টাঙ্গাইলের সখীপুরে গলায়  ফাঁসি লাগিয়ে  নুরুল ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক আত্মহত্যা করেছেন। গত ৪ নভেম্বর রাতে তিনি রান্না ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।  আজ সকালে খবর পেয়ে  সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। সখীপুর থানার ওসি মোঃ জাকির হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষক নূরুল ইসলাম উপজেলার দারিপাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কৈয়াদী গ্রামের আমজাদ আলীর ছেলে।

জানা যায়, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের ছাত্রীদের নানাভাবে যৌন হয়রানি করার অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২৭ আগস্ট  তার পদত্যাগ ও বিচার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করলে তার সত্যতা প্রমাণিত হয়।

স্থানীয়রা জানান,  আত্মসম্মান হারানোর ভয়ে গত সোমবার রাতের কোন এক সময়ে রান্না  ঘরের আড়ার সঙে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -