সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান ব্যবহারকারীদের জরিমানা

সখীপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান ব্যবহারকারীদের জরিমানা

সখীপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী অভিযান
ব্যবহারকারীদের জরিমান
এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে নিষিদ্ধ পলিথিন বিরোধী যৌথ অভিযান চালানো হয়েছে।
মঙলবার পৌরসভার বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী এ অভিযান পরিচালনা করেন। এ সময়
পুলিশ, সেনাবাহিনী, বাজার মনিটারিং কমিটি উপস্থিত ছিলেন। পলিথিন বিক্রির দায়ে ডাল পট্টির ব্যবসায়ী আয়নাল হককে ২০ হাজার, লুৎফর রহমানকে ৮ হাজার, নাছির উদ্দিনকে ৫ হাজার, শফিকুল ইসলামকে ৩ হাজার, তোমেজ উদ্দিনকে ৫ হাজার, আরফান আলীকে ৩ হাজার ও দেলুয়ার হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
এছাড়াও উপজেলর কালিয়া ইউনিয়নের কচুয়া বাজারের ব্যবসায়ী জুয়েল স্টোরের মালিক জুয়েল তালুকদারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে সখীপুরের ইউএনও মোহাম্মদ হোসেন পাটোয়ারী বলেন, সরকারের নির্দেশনার অংশ হিসেবে পরিবেশের ক্ষতিকারক পলিথিন বন্ধে যৌথ অভিযান চালানো হয়েছে। পলিথিন রাখা ও বিক্রির দায়ে ৮ ব্যবসায়ীকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -