নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৭ জুলাই নির্বাচনকে কেন্দ্র কনে টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত ১০ নং বড়চওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়ার পক্ষে দলীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে কুতুবপুর রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাবেক সার্জেন্ট আবুল কাশেম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী ইউসুফ আলী ভূইয়া, জেলা পরিষদ সদস্য আনোয়ার তালুকদার,সাবেক কাকমারি কলেজ এর ভিপি আলমগীর হোসেন চাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কে বি এম রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. জাকিয়া ইসলাম জুথি,যুবলীগ নেতা কফিল উদ্দিন বিএসসি, সালেহ আহমদ মনির, ছাত্র লীগ নেতা ফেরদৌস বাপ্পি, সজীব আহমেদ প্রমুখ। এছাড়াও অন্যান্যের মধ্যে পরামর্শ সভায় সখীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম খান,উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক রিতা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের নেত্রী তাহমিনা আক্তার মিনা,আওয়ামী লীগ নেতা হাবিবউল্লাহসহ বড়চওনা ও কুতুবপুরবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ নানা শ্রেণী পেশার প্রায় দুই সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।