বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২১, ২০২৩
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিনিধি ঃটাঙ্গাইলের সখীপুরে পুকুরের পানিতে ডুবে সাদিকুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাদিকুল পোল্ট্রিফার্মের শ্রমিক জসিম উদ্দিনের ছেলে। তার গ্রামের বাড়ি ভালুকা উপজেলার মাঝির ঘাট গ্রামে।

স্থানীয়রা জানায়, পোল্ট্রি ফার্ম ঘেঁষা পুকুর পাড়ে একা একাই খেলা করছিল সাদিকুল। ওর বাবা মা ওই পোল্ট্রিফার্মের ভেতর কাজ করতে ছিল। কাজের ফাঁকে ছেলেকে না দেখে ডাকাডাকি করে তার মা। পরে পুকুর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, এ বিষয়ে সখীপুর থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -