শুক্রবার, মার্চ ২৪, ২০২৩
Homeজাতীয়সখীপুরে পিডিবি’র বিরুদ্ধে নানা অভিযোগ জনতার মুখোমুখি নির্বাহী প্রকৌশলী

সখীপুরে পিডিবি’র বিরুদ্ধে নানা অভিযোগ জনতার মুখোমুখি নির্বাহী প্রকৌশলী

 
এম সাইফুল ইসলাম শাফলু :

টাঙ্গাইলের সখীপুরে পিডিবি’র বিরুদ্ধে অতিরিক্ত বিল, মিথ্যা মামলা, ভুয়াবিল, নতুন সংযোগ পেতে লাইনম্যান ও মিটার রিডারদের দ্বারা গ্রাহকদের হয়রানিসহ লাগামহীন অনিয়মের অভিযোগ ওঠেছে। বিদ্যুৎ বিভাগের নানা অনিয়মের অভিযোগে বুধবার দুপুরে পিডিবি’র কার্যালয়ে বিদ্যুৎ সমস্য সমাধান বিষয়ক এক পরামর্শ সভায় পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক বিদ্যুৎ গ্রাহকের মুখোমুখি হন উপজেলা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান। এ সময় অভিযোগকারীরা বিদ্যুৎ বিভাগের নানা অনিয়মের চিত্র তুলে ধরেন। ওই পরামর্শ সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবুর রেজা, তাহমিনা পারভীন মিনা, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল হাসান, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।

ভুক্তভোগী উপজেলার বেলতলী গ্রামের বিদ্যুৎ গ্রাহক ফরিদা বেগম বলেন, আমাগো কোন বিল বাহী নাই। তারপরও মিছা কেচে  আমার পোলা  সোহাগ এক সপ্তাহ ধইরা জেল খাটতাছে।

দারিপাকা পশ্চিমপাড়া গ্রামের গ্রাম্যডাক্তার শামসুল হক বলেন, আমার বাড়িতে দু’টি বাল্ব ও দু’টি ফ্যান চলে। অফিসের লোক মিটার পরিবর্তনের কথা বলে মিটার খুলে নিয়ে আসে। হঠাৎ করে আমার নামে ৯০ হাজার ৫৩৮ টাকার বিল করা হয়। পরিশোধ না করা হলে মামলার হুমকি দিচ্ছে।

গ্রাহকদের অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, মাঠ পর্যায়ের পিডিবি’র কর্মীদের কারণেই এ সমস্যাগুলোর সৃষ্টি হয়েছে। অচিরেই সকল সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -