শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
Homeঅপরাধসখীপুরে  পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

সখীপুরে  পুকুরে বিষ দিয়ে ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা

  1. এম সাইফুল ইসলাম শাফলুঃ টাঙ্গাইলের সখীপুরে এক একর জমির ওপর একটি পুকুরে বিষ ঢেলে আনুমানিক ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শত্রুতা করে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার গ্রামের মৎস্য চাষী অপু আহমেদের পুকুরে মাছ নিধনের এ ঘটনা ঘটে। ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলায় ঋণের টাকা পরিশোধের চিন্তায় তিনি এখন পাগল প্রায়।

এ ঘটনায় বৃহস্পতিবার  মৎস্য চাষী সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন ক্ষতিগ্রস্ত ওই মাছচাষি। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অপু আহমেদ জানান, এক একর জমির ওপর এ পুকুরটিতে গত কয়েক বছর বিভিন্ন ব্যাংক ও এনজিও থেকে ঋণ করে মাছ চাষ করছেন তিনি । পুকুরে তিনি এবার পাঙ্গাস, তেলাপিয়া, রুই, কাতলা ও কার্পজাতীয় মাছ চাষ করেন। মাছ বিক্রির উপযোগী হয়েছে। বুধবার সকালে ওই পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখেন পুকুরের সমস্ত মাছ মরে ভেসে আছে। প্রথমে তিনি ধারণা করেছিলেন পুকুরে গ্যাস সৃষ্টি হয়ে মাছ মারা গেছে। কিন্তু পরে মাছ ও পুকুরের পানি পরীক্ষা করে দেখা যায়, পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। মাছের সঙ্গে এ ধরনের শত্রুতা কেন করেছে তা তিনি জানেন না। এখন তিনি কীভাবে ব্যাংক ও এনজিও ঋণ পরিশোধ করবেন তা ভেবে পাগল প্রায়। তিনি অবিলম্বে দায়ীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -