বুধবার, অক্টোবর ৯, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পোনামাছ অবমুক্ত

সখীপুরে পোনামাছ অবমুক্ত

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সরকারি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও স্থানীয় মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের পুকুরে ১ হাজার ২’শ মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ওকিল উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া, মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামসহ প্রমূখ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -