সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeঅপরাধসখীপুরে পোল্ট্রিফার্মে প্রতিপক্ষের হামলা প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

সখীপুরে পোল্ট্রিফার্মে প্রতিপক্ষের হামলা প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যবসায়ীর পোল্ট্রিফার্মে হামলা ও ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। ১৬ নভেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস বল্যাচালা গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী হায়দার আলীর ফার্মে এ হামলার ঘটনা ঘটে। হামলা করে ফার্মের ১৪০ হাত লম্বা দুটি টিনের ঘরের বেড়া,দরজা এবং চাল ভেঙে ফেলে হয়। এতে করে ওই ব্যবসায়ীর প্রায় ২০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। প্রত্যক্ষদর্শী মোঃ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জানা যায়, ব্যবসায়ী হায়দার আলী প্রায় দুই যুগ ধরে সফলভাবে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছেন। রাজনৈতিক মামলায় ব্যবসায়ী হায়দার আলী পলাতক থাকায় এ সুযোগে প্রতিপক্ষ রাতের আধারে দলবল নিয়ে ওই পোল্ট্রিফার্মে হামলা চালায়। লেয়ার মুরগী রাখার আর কোন উপায় না থাকায় ওই ব্যবসায়ীর বাজারের নির্ধারিত মূল্যের অর্ধেক দামে সব মুরগী বিক্রি করতে হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হায়দার আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, রাজনৈতিক মামলায় পড়ে তিনি বাড়ি ছাড়া। আর এ সুযোগ নিয়ে পতিপক্ষ তার ফার্মে হামলা করেছে। এতে তার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলাকারীদের ভয়ে বাড়ির লোকজনও মামলা করতেও সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -