বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী অবস্থান ধর্মঘট

সখীপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দুই দিনব্যাপী অবস্থান ধর্মঘট

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের বেতন ভাতা ও পেনশন শতভাগ দেওয়ার দাবিতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের দুইদিন ব্যাপি অবস্থান কর্মসূচী অনুষ্ঠিহ হয়েছে। সোমবার (১জুলাই) সকাল নয়টা থেকে পৌরসভা কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচী শুরু করেন।বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সখীপুর শাখার এ কর্মসূচির আয়োজন করেন।

এ কর্মসূচীতে অন্যদের মধ্যে পৌর সচিব কামরুল ইসলাম,সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হক সেন্টু, কর আদায়কারী বাদশাহ মিয়া, পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন সখীপুর শাখার সভাপতি হুমায়ন কবির,সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু মিয়া, সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসানসহ পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এ সময় কর্মসূচিস্থলে এসে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ও বাসাইল পৌরসভার মেয়র আবদুর রহিম তাদের দাবির সাথে একাত্ত্বতা ঘোষণা করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -