সখীপুরে প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশনের গরু বিতরণ

0
124

নিজস্ব  প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়ন প্রবাসী  ইউনাইটেড ফাউন্ডেশন কর্তৃক প্রবাস থেকে ফেরত অসহায়দের মাঝে গরু বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়নের কীর্ত্তণখোলা বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে প্রবাস ফেরত আক্কাছ আলীর স্ত্রী রোজিনা বেগমের হাতে গরু তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

ইউনিয়ন প্রবাসী  ইউনাইটেড ফাউন্ডেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিনের সভাপতিত্বে এ সময় বীরমুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন, কুতুব উদ্দিন, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাব’র সহ-সভাপতি তাইবুর রহমান, সাংবাদিক এসএম কামাল হোসেন, এ্যাডভোকেট ফজলুল হক আকাশ, সখীপুর উপজেলা প্রবাসী ইউনাইটেড ফাউন্ডেশন’র উপদেষ্টা সহিদ পাশা, সদস্য মোবারক হোসেন, ইউনিয়ন কমিটির উপদেষ্টা লিটন সিকদার, নূরুল ইসলাম,জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।

গজারিয়া ইউনিয়ন প্রবাসী  ইউনাইটেড ফাউন্ডেশন’র সভাপতি মজিবর রহমান ও উপদেষ্টা মীর রুকন উদ্দিন মুঠোফোনে বলেন, তাদের ফাউন্ডেশন’র পক্ষ থেকে ধারাবাহিকভাবে প্রতিটি ওয়ার্ডে প্রবাস ফেরত অসহায়দের মাঝে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।