সখীপুরে ফসলি জমির মাটি চুরির অভিযোগে থানায় মামলা

0
104
News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে  ভেকু দিয়ে কৃষি জমির  উর্বরা মাটি চুরি করার অভিযোগে মামলা করা হয়েছে। উপজেলার বহেড়াতৈল এলাকার যোগীরকুপা গ্রামের কৃষক হায়দার আলীর  রেকর্ডভূক্ত  তিন ফসলি জমি থেকে মাটি নেয়ার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি স্থানীয় সাত জনের নামে সখীপুর থানায় মামলা  করেছেন ।

বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, জমির মালিক হায়দার আলীকে না জানিয়েই তার  ২০ শতাংশ তিন ফসলি জমির ভেকু দিয়ে দুই ফুট গভীর করে উর্বরা মাটি কেটে নিয়েছেন স্থানীয় মাটি ব্যবসায়ীরা। এতে করে ওই জমিতে ইরি আবাদে ব্যাপক সমস্যায় পড়েছেন ওই কৃষক।

ভুক্তভোগী কৃষক মামলার বাদী হায়দার আলী বলেন, বাড়ি থেকে দূরবর্তী হওয়ার সুযোগে আমাদেরকে না জানিয়েই  ২০ শতাংশ আবাদী জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে গেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। এ ঘটনায় অভিযুক্ত ৭ জনের নামে  থানায় মামলা করা হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক  মামলার তদন্তকারী কর্মকর্তা এসই  মো. সানোয়ার হোসেন বলেন, ঘটনা স্থল পরিদর্শণ ও তদন্ত সাপেক্ষ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এম সাইফুল ইসলাম শাফলু (০১৭১৮-৬৮৩০৫৯)
সখীপুর(টঙ্গাইল)প্রতিনিধি
৩০.১২.২০২১

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।