রবিবার, ফেব্রুয়ারি ৯, ২০২৫
Homeঅপরাধসখীপুরে ফাইলার মেলায় মাদক সেবনের ৬০টি ঘর ভেঙে দিল পুলিশ

সখীপুরে ফাইলার মেলায় মাদক সেবনের ৬০টি ঘর ভেঙে দিল পুলিশ

এম সাইফুল ইসলাম শাফলু  :টাঙ্গাইলের সখীপুরে ঐতিহ্যবাহী ফালু চান ফাইলা পাগলার মেলায় মাদকদ্রব্য উদ্ধারে পুলিশ বিশেষ অভিযান চালায়। আজ শুক্রবার ১৯ জানুয়ারি দুপুরে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান’র নেত্তৃত্তে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা অস্থায়ীভাবে তৈরি সাধু সন্ন্যাসিদের মাদক বিক্রি এবং সেবনের প্রায় ৫০/৬০ টি ছাপড়া ঘর ভেঙে দেওয়া হয়।
 জানা যায়, প্রশাসন কর্তৃক  কোন অনুমতি  না নিয়েই মেলা শুরু করে কর্তৃপক্ষ। মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে আগত সাধু সন্ন্যাসিরা প্রায় ৫০/৬০ টি ছাপড়া ঘর তৈরি করে তাতে মাদক বিক্রির এবং সেবন শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সখীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ওইসব ছাপড়া ঘর ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, ফাইলা পাগলার মেলায় মাদক দ্রব্য অভিযানে মাদক বিক্রি ও সেবনের আশ্রিত প্রায় ৬০টি ছাপড়া ঘর ভেঙে দেয়া হয়েছে। তিনি বলেন, এসব ছাপড়া ঘরে মেলায় আগত উঠতি বয়সের যুবক এবং নারী-পুরুষ প্রকাশ্যে সম্মিলিতভাবে গাঁজা ক্রয় ও   সেবন করতো।  এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -