নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নতুন কোন করারুপ ছাড়াই ৮নং বহুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরে ১ কোটি ২২ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট ঘোষণাকালে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, আওয়ামী লীগ নেতা এসএম ইব্রাহিম মিয়াসহ বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন। উপস্থিতিদের মাঝে ইউনিয়ন পরিষদের সচিব মো. আক্কাছ আলী ২০২১-২০২২ অর্থ বছরের এ বাজেট তুলে ধরেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।