নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মবাষির্কী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সন্ধায় আবাহন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন ও বাঙলা সংসদের আয়োজনে আবাহন কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ ও দুই বাংলার চর্যা গবেষক প্রফেসর আলীম মাহমুদ। সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে কবির জীবন ও আদর্শ নিয়ে আলোচনায় অংশ নেয় নাট্যজন আলী হাসান, ওস্তাত মোশারফ হোসেন, রাখাল রফিক, মোশারফ হোসেন সেতু প্রমূখ। পরে বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পদের পরিবেশনা কবির প্রেম ও জাগরণী গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।