বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে বিধবার মামলায় উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

সখীপুরে বিধবার মামলায় উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাই‌লের সখীপুরে বিধবার দায়ের করা বনায়ন মামলায়  উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক শাহ আলম সাজু‌কে গ্রেফতার করেছে পুলিশ।  মঙ্গলবার রা‌তে তার  গ্রা‌মের বা‌ড়ি উপ‌জেলার আম‌তৈল  থে‌কে তা‌কে গ্রেফতার ক‌রা হয়। একই  মামলার অন্য চার আসা‌মি‌কেও গ্রেফতার করে পু‌লিশ।  গ্রেফতারকৃত‌দের বুধবার সকা‌লে টাঙ্গাইল আদাল‌তের মাধ্যমে জেল হাজতে  পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ জানায়, উপ‌জেলার আম‌তৈল গ্রা‌মের মৃত: কা‌জিম উদ্দি‌নের স্ত্রী অ‌ভি‌যোগ ক‌রেন, তার না‌মে বন‌ বিভা‌গের বরাদ্দকৃত প্লট থে‌কে ৩ লাখ ৩০ হাজার টাকার বাঁশ ও গাছ কে‌টে নি‌য়ে‌ছে  উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক শাহ আলমসহ  অন্যরা।  এ ঘটনায় ওই বিধবা শাহ আলম সাজুসহ ১১জন‌কে আসা‌মি ক‌রে সখীপুর থানায় মামলা ক‌রলে পু‌লিশ ওই রা‌তেই  শাহ আলমসহ পাঁচ আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে।

মামলার তদন্ত কর্মকর্তা সখীপুর থানার উপ-প‌রিদর্শক মনিরুজ্জামান বলেন, বিধবার নামে সামাজিক বনায়নের প্লট থেকে বাঁশ ও গাছ কাটার মামলায় শাহ আলম সাজুসহ পাঁচ আসা‌মি‌কে গ্রেফতার ক‌রে টাঙ্গাইল আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -