ইসমাইল হোসেন,
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং আগামী জাতীয় সংসদে নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনের বিএনপি‘র মনোনয়ন প্রত্যাশি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব। বৃহস্পতিবার রাতে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলার বিভিন্ন এলাকার পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। বিভিন্ন মন্ডপে বক্তব্যকালে শেখ হাবিব বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই কোন অনাকাঙ্খিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে যাতে বিশ্বনাথের শারদীয় দূর্গাপূজা সম্পন্ন হয় সেজন্য ধর্ম-বর্ন নির্বিশেষে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে। তিনি আরও বলেন, নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সহযোগীতার হাত প্রসারিত করতে হবে। বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ফকির আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, শেখ জাহাঙ্গীর আলম, সাদেক সিকদার, মিজানুর রহমানসহ উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।