সখীপুরে বিমান বাহিনীর পক্ষ থেকে  খাদ্যসামগ্রী বিতরণ

0
171

এম সাইফুল ইসলাম শাফলু :বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির পক্ষ থেকে টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া উপজেলার ৫ শতাধিক হতদরিদ্র নারী-পুরুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় বাংলাদেশ বিমান বাহিনী পাহাড়কাঞ্চনপুর ঘাটির ইয়ার কমোডো মঞ্জুর কবির ভূইয়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এতে প্রতিজনকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ২টি করে কমলা, ২টি করে আমলকি,  ১টি করে লেবু এবং ১টি করে সাবান বিতরণ করা হয়।

বিতরণকালে স্কোয়াডন লিডার দেলোয়ার হোসেন, কর্মচারী পরিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সিনিয়ির ওয়ারেন্ট অফিসার আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।