মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে বিশ্ব কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনাসভা

সখীপুরে বিশ্ব কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনাসভা

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব কন্যা শিশু দিবসে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী’র সভাপতিত্বে বাল্য বিয়ে বন্ধে ছাত্রীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার, সমবায় কর্মকর্তা খোদেজা খানম, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ক্রীড়াব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু, অধ্যাপিকা মোসলিমা খাতুন, প্রধান শিক্ষক কাইউম হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -