এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে দোলা আক্তার (২২) নামের এক নববধূ বিষপানে আত্মহত্যা করেছেন। শনিবার রাতে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাইটকা পাড়া তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রোববার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের তক্তারচালা বাইটকা পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে দোলা আক্তারের একই ইউনিয়নের হতেয়া কাজী পাড়া গ্রামের আবদুল হালিমের সঙ্গে ৬ মাস আগে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরেই স্বামী হালিম সিঙ্গাপুর চলে যান। বেশ কয়েকদিন আগে স্বামীর বাড়ি থেকে দোলা বাবার বাড়িতে চলে আসেন। হঠা শনিবার সন্ধ্যায় বাড়ির সবার অঘোচরে দোলা বিষপান পান করে। মুমূর্ষ অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকছুদুল আলম বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে। লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।