সখীপুরে বেতুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

0
153

ইসমাইর হোসেন:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেতুয়া উচ্চ বিদ্যালয়ের দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় শেষ হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদ্ভোধন করেন ইন্সিটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ। বরেন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা, এ সময় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিবদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, কাইউম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।