সোমবার, ডিসেম্বর ২, ২০২৪
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া

সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া

এম সাইফুল ইসলাম শাফলু : বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) হতেয়া-রাজাবাড়ি গ্রামের প্রবাসী ওয়াসিম আকরামের সৌজন্যে   ইউনিয়ন বিএনপি এ আয়োজন করেন। উপজেলার হাতিয়া ডিগ্রি কলেজ মাঠে বাদ আসর এ আয়োজন করা হয়।

ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন।

ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়ার সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে ওই ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রফেসর খাইরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম, হাতীবান্ধা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন জসিম,সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান ,ছাত্রদলের সভাপতি মানজিদ সরকার,আয়োজক প্রবাসী ওয়াসিমের বাবা তারা মিয়াসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হতেয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. নাঈমুল ইসলাম। দোয়া শেষে প্রবাসী ওয়াসিম আকরামের সৌজন্যে উপস্থিত প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -