এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে এক বাড়াটিয়ার বিরুদ্ধে বাসাবাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। বাসার ভাড়াটিয়া নিজেকে এখন ওই বাড়ির মালিক বলে দাবি করছেন। উপজেলার নলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক মো. আনিছ ভূইয়া তাঁর বাড়িটি ফিরে পাওয়ার জন্য সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। আনিছ ভূইয়া বহুরিয়া ইউনিয়নের চতলবাইদ গ্রামের ইয়াকুব ভূইয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার যাদবপুর ইউনিয়নের নলুয়া বাজার এলাকায় ক্রয়সূত্রে ওই জমির ওপর ঘর নির্মাণ করেন আনিছ ভূইয়া। চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম দিকে আনিছ ভূইয়া মধুপুর উপজেলার কাইলাকুড়ী গ্রামের উইলছন শর্মার স্ত্রী এবং নলুয়া শিকদার মার্কেটের একটি বিউটি পার্লারের মালিক মেরিনা শর্মাকে (৩৫) বাসা ভাড়া দেন। প্রথম তিন মাস যথানিয়মে ভাড়ার টাকা পরিশোধ করলেও পরবর্তী ৭ মাস ধরে ভাড়া দেই দিচ্ছি বলে নানা তালবাহানা করেন। বাসার মালিক ভাড়াটিয়া মেরিনা শর্মাকে বকেয়া ভাড়া পরিশোধের তাগিদ দিলে ভাড়াটিয়া ভাড়া পরিশোধ না করে উল্টো ওই বাসা তিনি ক্রয় করেছেন বলে দাবি করেন।
বাসার মালিক মো. আনিছুর রহমান ভূইয়া বলেন, বাসাটি ভাড়া দেওয়ার তিন মাসের টাকা পরিশোধ করলেও বাকী টাকার তাগিদ দিতে গেলে ভাড়াটিয়া বাসাটি তার নিজের বলে দাবি করেন। ভাড়াটিয়া ভাড়াও পরিশোধ করছেন না বাসাও ছাড়ছেন না। উল্টো বাসাটি তার বলে দাবি করছেন।
এ বিষয়ে ভাড়াটিয়া মেরিনা শর্মা বাসা ক্রয়ের কোন কাগজপত্র দেখাতে না পারলেও ওই বাসাটি তিনি ক্রয় করেছেন বলে দাবি করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান একে এম আতিকুর রহমান আতোয়ার বলেন, এ নিয়ে গত ২৩ অক্টোবর ইউনিয়ন পরিষদে শালিশী বৈঠক হয়েছে। ওই বৈঠকে আনিছ ভূইয়া কাগজপত্র দেখাতে পারলেও ভাড়াটিয়া মেরিনা শর্মা কোন কাগজপত্র দেখাতে পারেনি। পরে মেরিনা শর্মাকে বকেয়া ভাড়া পরিশোধ করে ওই বাসাটি ছেড়ে দিতে বলা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, এ বিষয়ে আনিছুর রহমান ভূইয়া ওই বাসাটি তাঁর বলে লিখিত অভিযোগ দিয়েছেন। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে বলা হয়েছে।