শনিবার, মার্চ ২৫, ২০২৩
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে ভিন্ন স্বাদের চা তৈরি করে সাড়া ফেলেছেন কলেজ ছাত্র মোশাররফ 

সখীপুরে ভিন্ন স্বাদের চা তৈরি করে সাড়া ফেলেছেন কলেজ ছাত্র মোশাররফ 

নিজস্ব প্রতিনিধি: পড়াশোনা শেষ করার প্রবল ইচ্ছে কলেজ পড়ুয়া চা দোকানী মোশাররফের। ভিন্ন স্বাদের চা তৈরি করে আশেপাশের কয়েক এলাকায় ব্যাপকভাবে আলোচিত এই ছাত্র। প্রতিনিয়তই দুপুর গড়িয়ে বিকেল হলেই এই দোকানের চায়ের কদর বাড়তে শুরু করে।

সখীপুর পৌরসভার কাহারতা ২ নংওয়ার্ডে অবস্থিত বাংলা বাজারের পশ্চিম দিকে এই দোকানের চা একটু আলাদা হওয়ায় কদরও বেশি। ভিন্ন স্বাদের চা তৈরি ব্যাপারে মোশাররফের সাথে কথা হলে মুচকি হেসে বলে, মরিচ ও লেবু চা আমার দোকানে স্বাদে ভিন্ন মাত্রা যোগ করে।

আর পরিছন্নতা বিষয়ে খুবই যত্নবান হওয়ার চেষ্টা করি । আমার ইচ্ছে চা তৈরিতে আরও কিছু ভিন্ন মাত্রা যোগ করার। আমার দোকান পরিচালনার কাজ বাবাই করে থাকেন, কলেজের ক্লাস শেষ করে বিকেলে সময়টুকু অলস না কাটিয়ে বাবাকে সহযোগিতা করে থাকি।

এ বিষয়ে সাবেক কাউন্সিলর একলাছ হায়াত সরোয়ার বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠান নিকটবর্তী হওয়ায় আমি লক্ষ্য করি প্রায় সময় চা দোকানে ভিড় লেগে থাকে। আমার দৃষ্টমতে ছেলেটা অসাধারণ আচরণ সকলের মন জয় করেছে।

কচুয়া বাজারের রাজিব বস্রালয়ের স্বত্তাধিকারী রাজিবসহ চা খেতে আসা কয়েকজন প্রতিবেদককে বলেন, এমন অসাধারণ চায়ের খবর চতুর্দিকে চাউর হলে শুনে প্রথমবার খেতে এসে চায়ের স্বাদ একটু ভিন্নতা পাচ্ছি।সত্যি ভালো লাগছে।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -