এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি ও তার স্ত্রীর রোগ মুক্তি কামনায় পৌর শহরের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আছর নামাজ শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সাবেক কমাণ্ডার পৌর মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ এ দোয়া মাহফিলের আয়োজন করেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সখীপুর বাজার কেন্দ্রিয় মসজিদে পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা পরিষদ মসজিদে উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু এবং থানা মসজিদে সাবেক ডেপুটি কমাণ্ডার সাইদুর রহমান অংশ নেন। দোয়া ও মিলাদ মাহফিলে মন্ত্রী ও তার স্ত্রীর আশু রোগ মুক্তি কামনা করা হয়।