সখীপুরে মশক নিধন এবং ডেঙ্গ প্রতিরোধে র‌্যালি,আলোচনা পরিচ্ছন্নতা অভিযান

0
121

নিজস্ব প্রতিনিধি:  “পরিবেশ রাখি পরিষ্কার, বন্ধ কিরি মশার বিস্তার,নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এ শ্লোগানকে সামনে রেখে সারাদেশের টাঙ্গাইলের সখীপুরে মশক নিধন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি,আলোচনাসভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) উপজেলা প্রশানের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সহকারি কমিশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা, ওসি তদন্ত লুৎফুল কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তার প্রমুখ অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।