এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার আয়োজনে গজারিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কালিয়ান পাডা গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান বিথিসহ ওইয়ার্ডের প্রায় অর্ধশতাধিক মহিলা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশের কোন মহিলা যেন সরকারের কোন প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়। এ ব্যাপারে তাদের সচেতন এবং তাদেরকে সহায়তা করার আশ্বাস দেন।