নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে সরকারি সংরক্ষিত ভূমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে উপজেলা কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদারকে ১ লাখ টাকা এবং প্রতিমা বংকী পূর্ব পাড়া এলাকার কেফাতুল্লার ছেলে জামাল হোসেনকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার(০৭ জানুয়ারি) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ ব্যাপারে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারার লঙ্গনের দায়ে ১৫ ধারায় ওই দুই মাটি ব্যবসায়ীকে ১ লক্ষ ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।