নিউজ টাঙ্গাইল ডেস্ক :
টাঙ্গাইলের সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় উপজেলার বেড়বাড়ী বাজারে প্রদীপের অটো গ্যারেজ থেকে ১০ পিস ইয়াবাসহ দক্ষিণ সখীপুরের মাদক সম্রাট পারভেজ মিয়াকে (২২) গ্রেফতার করে পুলিশ। পারভেজ যাদবপুর মধ্য টানপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে। অপর দিকে সোমবার রাতে সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর ময়থাচালা এলাকার আবুল হোসেনের ছেলে শামসুল হককে (৪০) ১১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।