বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে মুক্তিযোদ্ধাদের অমুক্তিযোদ্ধা বলার প্রতিবাদে বিক্ষোভ

সখীপুরে মুক্তিযোদ্ধাদের অমুক্তিযোদ্ধা বলার প্রতিবাদে বিক্ষোভ

ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে নতুন তালিকাভূক্ত ১০৪ মুক্তিযোদ্ধাকে অমুক্তিযোদ্ধা বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় মুক্তিযোদ্ধার কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যাচাই-বাছাইকৃত মুক্তিযোদ্ধা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। সমাবেশে পরিষদের আহ্বায়ক ও সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জামাল হোসেন, আবদুল কদ্দুছ, আবদুল মালেক প্রমুখ। বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ শতাধিক মুক্তিযোদ্ধারা অংশ নেয়।
প্রসঙ্গত; গত ৯ নভেম্বর অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ওই ১০৪ মুক্তিযোদ্ধাকে তালিকাভূক্ত করে জামুকায় পাঠানো প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধাদের একাংশ মানববন্ধন করে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

- Advertisement -
- Advertisement -