এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে মুক্তি বাহিনী গঠনের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম.ও গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব অনুপম শাহজাহান জয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এ.আই.জি আমীর উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত সিকদার, পৌর মেয়র অাবু হানিফ অাজাদ, ইউএনও মৌসুমি সরকার রাখী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক বীরপ্রতিক,সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম প্রমূখ।