সখীপুরে মুজিব কলেজের অধ্যাপকসহ করোনা আক্রান্ত ৬

0
114

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের অধ্যাপকসহ নতুন করে ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্ত কারীরা হচ্ছেন, সরকারি মুজিব কলেজের বাংলা বিভাগের অধ্যাপক দোলোয়ার হোসেন (৫০), তার স্ত্রী জরিনা আক্তার (৪৫), হাতিবান্ধার তক্তারচালা গ্রামের  মাহফুজুর রহমানের ছেলে হোমিও চিকিৎসক মোর্শেদ আলম (৪৫), নলুয়া  গ্রামের মৃত শহর আলীর ছেলে  বিমান বাহিনীর সদস্য আবদুল হালিম (৪৯), একই এলাকার আবদুল কাদেরের ছেলে সুমন আহমেদ (৩৫) এবং দাড়িয়াপুর ইউনিয়নের গড়গোবিন্দপুর গ্রামের শওকত আলীর ছেলে মোকছেদ আলী (৫৫)।  বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  আবদুস সুবহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।